
Tumi ki ekhon dekhicho shopon
তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে
তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে
আঁধো রাতে সেথা
উঠেছে কি চাঁদ আঁধারে
তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে
তোমারও ভুবন ঘিরিয়া
মিলন এলো কি ফিরিয়া
তোমারও ভুবন ঘিরিয়া
মিলন এলো কি ফিরিয়া
মনে মনে আজ
বাঁধিলে কি সেতু
মনে মনে আজ
বাঁধিলে কি সেতু
বিরহ নদীর দু' ধারে
তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে
খোলা এলো চুল
মুখের দু'পাশে ছড়ায়ে
তুমি ঘুমায়ে আছো কি
তুমি ঘুমায়ে আছো কি
মোর দেয়া সেই
ঝরা মালা বুকে জড়ায়ে
স্বপনে দিলে কি ভুলিয়া
স্মৃতির দুয়ার খুলিয়া
স্বপনে দিলে কি ভুলিয়া
স্মৃতির দুয়ার খুলিয়া
আবার কি তারে
ফিরে চাও তুমি
আবার কি তারে
ফিরে চাও তুমি
ফিরায়ে দিয়াছো যাহারে
তুমি কি এখন দেখিছো স্বপন
আমারে আমারে আমারে