মনেরি রাগ অনুরাগ
আঘাতের যত অনুভব
ভুলে যাই দেখলে তোমায়
ও... ভুলে যাই দেখলে তোমায়
মনেরি রাগ অনুরাগ
আঘাতের যত অনুভব
ভুলে যাই দেখলে তোমায়
ও...ভুলে যাই দেখলে তোমায়
মাঝে মাঝে মনে হয়
এ চাওয়া পাবার নয়
তবু্ও আশায় বাধি বুক
মাঝে মাঝে মনে হয়
এ চাওয়া পাবার নয়
তবু্ও আশায় বাধি বুক
বিধাতার বানানো দেয়াল
কি করে ভাঙি যে আমি
ভুলে যাই দেখলে তোমায়
ও..ভুলে যাই দেখলে তোমায়
যত ভাবি তোমারি
ছায়া দেবো সরিয়ে
ততবার হেরেছি আমি
যত ভাবি তোমারি
ছায়া দেবো সরিয়ে
ততবার হেরেছি আমি
স্মৃতির শিকলে বাধি হায়
লুকানো বেদনা আমি
ভুলে যাই দেখলে তোমায়
ও...ভুলে যাই দেখলে তোমায়
মনেরি রাগ অনুরাগ
আঘাতের যত অনুভব
ভুলে যাই দেখলে তোমায়
ও... ভুলে যাই দেখলে তোমায়