menu-iconlogo
huatong
huatong
kumar-biswajit-o-daktar-cover-image

O Daktar

Kumar Biswajithuatong
project_ashley18huatong
Lirik
Rekaman
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি,

দেখবেন হার্টের মাঝখানে

একটা মেয়ে রূপসী ভারি,

ও আপনি যখন করবেন আমার

ওপেন হার্ট সার্জারি,

দেখবেন হার্টের মাঝখানে

একটা মেয়ে রূপসী ভারি,

ছুরি কাঁচি সুঁইয়ের

খোঁচা তার যেন না লাগে,

আমার বাঁচা মরা পরে,

তার জীবনটা আগে গো ডাক্তার,

ও ডাক্তার... ও ডাক্তার

এই মেয়েটির জন্য বুকে

আমার এই অসহ্য ব্যাথা,

এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা

এই মেয়েটির জন্য বুকে

আমার এই অসহ্য ব্যাথা,

এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা

দেখবেন কোন মতেই যেন ঘুম থেকে না জাগে,

আমার বাঁচা মরা পরে

তার জীবনটা আগে গো ডাক্তার,

ও ডাক্তার...ও ডাক্তার

এই মেয়েটির জন্য আহার

নিদ্রা সবই গ্যাছে চলে,

তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে।

এই মেয়েটির জন্য আহার

নিদ্রা সবই গ্যাছে চলে,

তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে।

দু'জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে,

আমার বাঁচা মরা পরে তার

জীবনটা আগে গো ডাক্তার, ও

ডাক্তার. . . . ও ডাক্তার. .

Selengkapnya dari Kumar Biswajit

Lihat semualogo

Kamu Mungkin Menyukai