menu-iconlogo
huatong
huatong
avatar

Tui To Amar Sob

Minar Rahmanhuatong
msfrenchcreolehuatong
Lirik
Rekaman
তোর কাছে যেতে চায় হৃদয় মানেনা বারণ

বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন

তোর কাছে যেতে চায় হৃদয় মানেনা বারণ

বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন

তুই কি আমার মতো ভাবিস আমায়

ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়

তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব

তুই…… ..

তুইতো আমার সব

তুই…… ..

তুই তো আমার সব

তুই তো আমার সব

অভিমানী ভুলগুলো যেন ফুল হয়

একা একা কাটেনাতো বিরহী সময়

অভিমানী ভুলগুলো যেন ফুল হয়

একা একা কাটেনাতো বিরহী সময়

তুই কি আমার মতো স্বপ্ন দেখিস

চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস

তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব

তুই…… ..

তুইতো আমার সব

তুই…… ..

তুই তো আমার সব

তুই তো আমার সব

ভেজা চোখে ঝরে পরে শিশিরের সুর

তোর কথা মনে পরে রাত্রি দুপুর

ভেজা চোখে ঝরে পরে শিশিরের সুর

তোর কথা মনে পরে রাত্রি দুপুর

তুই কি আমার মতো উদাস কবি

লিখে যাস হৃদয়ে কাব্য ছবি

তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব

তুই…… ..

তুইতো আমার সব

তুই…… ..

তুই তো আমার সব

তুই তো আমার সব

Selengkapnya dari Minar Rahman

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

Tui To Amar Sob oleh Minar Rahman - Lirik & Cover