menu-iconlogo
huatong
huatong
avatar

চাঁদ বিহনে রাত

Nishitahuatong
Nijhum99🇧🇩NPShuatong
Lirik
Rekaman
চাঁদ বিহনে রাত

Nishita

Concept by:Nijhum99

চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারি

সুরুজ বিহনে হয়না দিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

Concept by:Nijhum99

চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারি

সুরুজ বিহনে হয়না দিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারি

সুরুজ বিহনে হয়না দিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

Concept by:Nijhum99

স্রোতে ভাসা শেওলা যেমন

ভাইসা যায় উজানে

পিরিত আমার পাথর চাপা

থাকলো এ পরানে

ও স্রোতে ভাসা শেওলা যেমন

ভাইসা যায় উজানে

পিরিত আমার পাথর চাপা

থাকলো এ পরানে

ওরে চিন্তার ঘুম প্রেম শ্মশানে

নেয় রে প্রতিদিন

ওরে চিন্তার ঘুম প্রেম শ্মশানে

নেয় রে প্রতিদিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

Concept by:Nijhum99

মেঘলা বরণ কেশে আমার

ধরলো কঠিন জটা

মূইছা গেল সিঁথির পথে সিঁদুরেরি ফোটা

ও মেঘলা বরণ কেশে আমার

ধরলো কঠিন জটা

মূইছা গেল সিঁথির পথে সিঁদুরেরী ফোটা

ওরে মনের আগুন মনপুরাইয়া

করল রে মলিন

ওরে মনের আগুন মন পুরাইয়া

করল রে মলিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

চাঁদ বিহনে রাত কৃষ্ণ আধারি

সুরুজ বিহনে হয়না দিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

কবে মনের ভিটায় হবে বসতবাড়ি

যায় আষাঢ় যায়রে আশ্বিন

?Thanks?

Selengkapnya dari Nishita

Lihat semualogo

Kamu Mungkin Menyukai