[ SBL Family ]
Sumon_Ahmed_SBL
Singer=Pothik Uzzal
=============
সোনা বন্ধুরে…
ও… প্রাণও বন্ধুরে
পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
হইলে কারো সঙ্গের সঙ্গি…
হইলে কারো সঙ্গের সঙ্গি
আমার সঙ্গি হইও রে বন্ধু
আমার সঙ্গী হইও…
পিরিত করলে আমায় তুমি কইও…
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও…
[একটু অপেক্ষা করুন ]
ভাবে মুইজা চাঁদনী রাতে…
হাত রাখিলা কার হাতে গো…
হায়রে…ভাবে মইজা চাঁদনী রাতে
হাত রাখিলা কার হাতে গো…
ঠাই দিয়া হৃদ পিঞ্জিরাতে…
ঠাই দিয়া হৃদ পিঞ্জিরাতে
আমায় বুকে লইও রে বন্ধু
আমায় বুকে লইও…
পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
[একটু অপেক্ষা করুন ]
ভাবছি তোমায় মায়াবতী…
তাই অনাথের এই মিনতি গো…
হায়রে…ভাবছি তোমায় মায়াবতী
তাই অনাথের এই মিনতি গো…
তুমি আমার ব্যথায় হইয়া ব্যথি…
তুমি আমার ব্যথায় হইয়া ব্যথি
হাত করিয়া শুইও রে বন্ধু
হাত করিয়া শুইও…
পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
[একটু অপেক্ষা করুন ]
মন বান্ধিয়া তোমার মনে…
রাইখো বন্ধু প্রেম যাতনে গো…
হায়রে…মন বান্ধিয়া তোমার মনে
রাইখো বন্ধু প্রেম যাতনে গো…
মামুনে কয় অন্তিমকালে…
মামুনে কয় অন্তিমকালে
শিহড়েতে বইও রে বন্ধু
শিহড়েতে বইও…
পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
সোনা বন্ধুরে…
ও… প্রাণও বন্ধুরে…
পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
হইলে কারো সঙ্গের সঙ্গি…
হইলে কারো সঙ্গের সঙ্গি
আমার সঙ্গি হইও রে বন্ধু
আমার সঙ্গি হইও…
পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
হায়রে…পিরিত করলে আমায় তুমি কইও
((ধন্যবাদ সবাইকে))