menu-iconlogo
huatong
huatong
avatar

Jora Talir Pirit জোড়া তালির পিরিত

Pothik Uzzalhuatong
ONGKUR🌱huatong
Lirik
Rekaman
আমি জোড়া তালি দিয়া বন্ধু

কয়দিন রাখমু পিরিতি

আমি জোড়া তালি দিয়া বন্ধু

কয়দিন রাখমু পিরিতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

আমিতো চাই সারা জনম থাকুক এই পিরিত

তুমি বন্ধু সদাই শুধু ঘটাও বিপরীত

আমিতো চাই সারা জনম থাকুক এই পিরিত

তুমি বন্ধু সদাই শুধু ঘটাও বিপরীত

ছাইরা গেলে যাওরে বন্ধু...

তুমি ছাইরা গেলে যাওরে বন্ধু

দাবী নাই তোমার প্রতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

<>

দুঃখের সাথে ভাসবো আমি যেদিকে যায় হাল

সুখে থাকো ভালো থাকো চাইবো চিরকাল

দুঃখের সাথে ভাসবো আমি যেদিকে যায় হাল

সুখে থাকো ভালো থাকো চাইবো চিরকাল

ভুল করেও কোনও দিনও...

আমি ভুল করেও কোনও দিনও

চাইবো না তোমার ক্ষতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

<>

অহর্নিশি কান্দি আমি ঝরে দুই আঁখি

কোনদিন জানি যায় উড়িয়া আমার প্রাণ পাখি

অহর্নিশি কান্দি আমি ঝরে দুই আঁখি

কোনদিন জানি যায় উড়িয়া আমার প্রাণ পাখি

রইলো না রইলো না বন্ধু...

ওরে রইলো না রইলো না বন্ধু

সামরানের বাঁচার গতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

আমি জোড়া তালি দিয়া বন্ধু

কয়দিন রাখমু পিরিতি

আমি জোড়া তালি দিয়া বন্ধু

কয়দিন রাখমু পিরিতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

অন্তর থেকে যদি তোমার হয়না সুরীতি

Selengkapnya dari Pothik Uzzal

Lihat semualogo

Kamu Mungkin Menyukai