menu-iconlogo
huatong
huatong
avatar

বালিকা তোমার প্রেমের balika tomar preme

Pritom Hasanhuatong
karlala1huatong
Lirik
Rekaman
গানের কথা ...বালিকা তোমার প্রেমের

শিল্পী ...প্রীতম আহমেদ

বালিকা তোমার প্রেমের পদ্ম,দিওনা এমন জনকে

যে ফুলে ফুলে উড়ে মধু পান করে

অবশেষে ভাঙে মনকে

একটা হৃদয় বারবার নয়,একবারই প্রেমে পড়ে

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মনৌ ঝড়ে..

বালিকা তোমার প্রেমের পদ্ম,দিওনা এমন জনকে

যে ফুলে ফুলে উড়ে মধু পান করে

অবশেষে ভাঙে মনকে

একটা হৃদয় বারবার নয়,একবারই প্রেমে পড়ে

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মনৌ ঝড়ে..

হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব,

চোঁখের ফাকিতে ঠোঁটের হাঁসিতে হয়োনা উৎসুক

বালিকা...পুড়ে যাবে সব সুখ ।

বালিকা তোমার প্রেমের,পদ্ম দিওনা এমন জনকে

যে ফুলে ফুলে উড়ে মধু পান করে

অবশেষে ভাঙে মনকে

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মনৌ ঝড়ে

তোমার দিকে বাড়াবে সবাই ভালবাসার হাত

কারন তোমার কাছে আছে প্রেমের প্রপাত

তোমার জন্য হাবা ছেলেও যেতে যাবে যুদ্ধে

আসলে কিন্তু মা বকলেই,তোমায় ভুলবে

তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই

প্রেম হয়ে গেলে কিছুদিন

পরে দেখবে ভাই আর নাই

কতোই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ

কেউবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান

সব আয়োজন আসলে ঐ তোমার প্রেমের জন্য

তুমি ভেবে দেখ করবে কার জীবনটা ধন্য

নইলে... পুড়ে যাবে সব সুখ ।

বালিকা তোমার প্রেমের,পদ্ম দিওনা এমন জনকে

যে ফুলে ফুলে উড়ে মধু পান করে

অবশেষে ভাঙে মনকে

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মনৌ ঝড়ে

হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব

চোঁখের ফাকিতে ঠোঁটের হাঁসিতে হয়োনা উৎসুক

বালিকা...পুড়ে যাবে সব সুখ ।

তোমার জন্য হাউজ টিউটর অংকে করবে ভূল

পড়া বাদ দিয়ে প্রেমের হিসেব কষবে নির্ভূল

তোমার জন্য ক্লাস ফাকি দিয়ে সেরা ছাত্রটাও

যত্ন করে মালা গেথে বলবে ,জান, নাও

তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে

চাইনিজ চাওমিং

বাবার পকেট মারবে লক্ষ্মী ছেলেটা,প্রতিদিন

তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বুড়ো হাবড়া

সেও..লজ্জা শরম ভুলে গিয়ে বলবে,লাভ ইউ

তোমাকে তুমি সামলে রেখো তোমার মতো করে

সস্থা প্রেমের ধোকা নয়তো কাঁদবে বালিশ ধরে

বালিকা.... পুড়ে যাবে সব সুখ

বালিকা তোমার প্রেমের,পদ্ম দিওনা এমন জনকে

যে ফুলে ফুলে উড়ে মধু পান করে

অবশেষে ভাঙে মনকে

একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে

সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মনৌ ঝড়ে

হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব

চোঁখেন ফাকিতে ঠোঁটের হাঁসিতে হয়োনা উৎসুক

বালিকা.... পুড়ে যাবে সব সুখ

thanks all

Selengkapnya dari Pritom Hasan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai