menu-iconlogo
huatong
huatong
avatar

বেচে থেকে লাভ কি বল | Beche theke labhki

Pritom Hasanhuatong
pcnewmanhuatong
Lirik
Rekaman
কেনো হয় এমন, মনে নেই তো মন

হাওয়া বড়ই বে রঙিন।

নারে নয় সহজ, পাওয়া তোর মতন

আর কাউকেও কোনোদিন।

হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;

চোখে শুকিয়ে গেলো জল।

বেঁচে থেকে লাভ কি বল,

তোকে ছাড়া আর

খুজেছে জবাব অচল

মন কোথাকার..

জানে স্বপ্ন তার পাতায় কত কি,

কত যত্নে দেখেছি আর লিখেছি।

যা চলে তুই, ও.. সব ভুলে তুই,

যা চলে তুই, ও.. সব ভুলে তুই।

কি যে বলবো আর, এ দূরত্ব টার

দেখি নীরে কোনো শেষ

তবু দেখ না তুই, বসে পাশ'টা তেই

গেলি আলোকবর্ষ দেশ।

হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;

চোখে শুকিয়ে গেলো জল।

বেঁচে থেকে লাভ কি বল,

তোকে ছাড়া আর

খুজেছে জবাব অচল

মন কোথাকার..

জানে স্বপ্ন তার পাতায় কত কি,

কত যত্নে দেখেছি আর লিখেছি।

যা চলে তুই, ও.. সব ভুলে তুই,

যা চলে তুই, ও.. সব ভুলে তুই।

ধন্যবাদ লাইক দিবেন প্লীজ

Selengkapnya dari Pritom Hasan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai