দয়া করে এসো দয়াল
শিল্পী মমতাজ
এ্যালবাম:-ভাব বৈঠকী,
আপলোড বাই- টিডিএফ পরিবার
দয়া করে এসো দয়াল
এসো এই অধীনের হৃদ মাঝারে
দয়া করে এসো দয়াল
এসো এই অধীনের হৃদ মাঝারে
এ এএএএ
তুমি নিজে গুনে না আসিলে
দয়াল কে তোমারে আনতে পারে
এই অধীনের হৃদ মাজারে
দয়া করে এসো দয়াল
এসো এই অধীনের হৃদ মাঝারে
আমি মায়াজালে বন্দি
ভয়ে কাঁদে একা আ আ আ
তুমি আপন ও জানিয়া দাও এসে দেখা
আমি মায়াজালে বন্দি ভয়ে কাঁদে একা
তুমি আপন জানিয়া দাও এসে দেখা
তুমি হৃদয় মাঝে উদয় হও
নিরানন্দ দূরে যাও
আনন্দ দেউ দয়াল আমারে
তুমি হৃদয় মাঝে উদয় হয় নিরানন্দ দূরে যাও আনন্দ দাও দয়াল আমারে এএএ
দয়া করে এসো দয়াল
এসো এই অধীনের রিদ মাজারে
এএএএ
আমি পড়ে মায়ার জালে তোমায় রইলাম ভুলে
মানব তরী লইয়া পড়েছি অকূলে
আমি পড়ে মায়ার জালে তোমায় রইলাম ভুলে
মানব তরী লইয়া পড়েছি অকূলে
আমি ভেবে দেখি নিরুপায়
মানব তরী ডুবে যায়
ধরিয়া তুলো দয়াল আমারে
আমি ভেবে দেখে নিরুপায়
মানব তরী ডুবে যায়
ধরিয়া তুলো দয়াল আমারে
দয়া করে এসো দয়াল
এসো এই অধীনের হৃদ মাঝারে এএএএএ
আমি কি দিয়ে তোমারও সেবিবো চরনো ওও
সাধন ও শক্তি আমার নাই ভক্তি ঙ্গানও
আমি কি দিয়ে তোমারও সেবিবো চরনো ওও
সাধন ও শক্তি নাই ভক্তি ঙ্গানও
তুমি ঙ্গান দিয়া রশোনা
পুড়াও মনের বাসনা
করুনা কর দয়াল আমারে
তুমি ঙ্গান দিয়া রশোনা
পুড়াও মনের বাসনা
করুনা কর দয়াল আমারে
তোমার করুনারি সিন্ধু হতে দয়াল করুনা কর তুমি আমারে তোমার করুনারি সিন্ধু হতে দয়াল করুনা কর তুমি আমারে
এএএএএ
দয়া করে এসো দয়াল
এসো এই অধিনের হৃদ মাঝারে এই অধিনের হৃদ মাঝারে
দয়া করে এসো দয়াল এই,,,,