
Ki Naame Daaki -Shuvomita //Bulbul@ATB
তুমি থাকো আর কিছুক্ষন
হাত ছুঁয়ে আমায়
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়
তুমি থাকো আর কিছুক্ষন
হাত ছুঁয়ে আমায়
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়
সাদা কালোয় বয়স আঁকে
স্মৃতির কারুকাজ
ভুলে যাওয়া গল্পগুলো
আসছে ফিরে আজ
কি নামে ডাকি
বলো কি করে থাকি
তোমাকে কি ভাবে
আমি আগলে রাখি
কি নামে ডাকি
বলো কি করে থাকি
তোমাকে কি ভাবে
আমি আগলে রাখি
***********
ছিল যতো ইচ্ছে
ভাশান দিচ্ছে
সুতো গুলো ছিড়ছে
যে হাওয়ায়
ও... ভাসালো আজ মন
সময়ের ভাঙন
গন্ধেরা কেমন
রাত জাগায়
এই পাশে থাকা
অজান্তে ডাকা
নেই সে ভালো নেই
ভাবলেই...
কি নামে ডাকি
বলো কি করে থাকি
তোমাকে কি ভাবে
আমি আগলে রাখি
তোমাকে কি ভাবে
আমি আগলে রাখি
কি নামে ডাকি
বলো কি করে থাকি
তোমাকে কি ভাবে
আমি আগলে রাখি
************
Ki Naame Daaki -Shuvomita //Bulbul@ATB oleh Shuvomita - Lirik & Cover