menu-iconlogo
huatong
huatong
avatar

Shono Shono Sujan [Shakhawat_hn] - শোনো শোনো সুজন

Shuvomitahuatong
🍁SAKHAWAT_hn🀄️🅸🅲🅾🅽🀄️huatong
Lirik
Rekaman
“শোনো শোনো সুজন আমার”

কভারঃ শুভমিতা

আপলোডঃ সাখাওয়াত-আইকন

সিলেক্টেড বাইঃ সুমী (ওএমএল)

=================

ভেসে আসে সুর উদাসী রাতে

স্মৃতি দোলায় আলো ছায়াতে

ভেসে আসে সুর উদাসী রাতে

স্মৃতি দোলায় আলো ছায়াতে

রাত্রি নিঝুম, আসে না তো ঘুম

আজও তুমি এলে না

নিরাশায় দিন যায়, রাত যায়

দুরাশায় যায় চলে সময়

বয়ে যায়, ফাগুনের

এ রাত বয়ে যায়

আমার দিন কাটে না,

আমার রাত কাটে না

শোনো, শোনো সুজন আমার

শোনো, শোনো সুজন আমার

*************************

আপলোডঃ সাখাওয়াত

আইকন স্টুডিও

রুম ৫৪৮৯২৪

*************************

ধূ ধূ শতক পাড়ে

আমি দাঁড়িয়ে একা

আ …আ…আ…

জ্বলে আমার বুকে

জোনাকিরা একা

ও…ও…ও…

ধু ধু শতক পাড়ে

আমি দাঁড়িয়ে একা

জ্বলে আমার বুকে

জোনাকিরা একা

জোছনার ছায়া পায়ে মেখে এসে

পরি ও চাঁদের টিপ ভালোবেসে

সুজন, ও সুজন

সুজন, ও সুজন

রাত্রি নিঝুম, আসে না তো ঘুম

আজও তুমি এলে না

নিরাশায় দিন যায়, রাত যায়

দুরাশায় যায় চলে সময়

বয়ে যায়, ফাগুনের

এ রাত বয়ে যায়

আমার দিন কাটে না

আমার রাত কাটে না

শোনো, শোনো সুজন আমার

শোনো, শোনো সুজন আমার

*************************

আপলোডঃ সাখাওয়াত

আইকন স্টুডিও

রুম ৫৪৮৯২৪

*************************

ভেসে আসা সুরের স্বপ্ন মায়াজাল

আ …আ…আ…

সময়ের তটে বুনে যায় মহাকাল

ও…ও…ও…

ভেসে আসা সুরের স্বপ্ন মায়াজাল

সময়ের তটে বুনে যায় মহাকাল

জাদুকাঠির ছোঁয়ায়

সেই শুনে আবার

দু'টি একাকী মন

করে দেবে একাকার

সুজন, ও সুজন

সুজন, আমার সুজন

রাত্রি নিঝুম, আসে না তো ঘুম

আজও তুমি এলে না

নিরাশায় দিন যায়, রাত যায়

দুরাশায় যায় চলে সময়

বয়ে যায়, ফাগুনের

এ রাত বয়ে যায়

আমার দিন কাটে না,

আমার রাত কাটে না

শোনো, শোনো সুজন আমার

শোনো, শোনো সুজন আমার

ভেসে আসে সুর উদাসী রাতে

স্মৃতি দোলায় আলো-ছায়াতে

ভেসে আসে সুর উদাসী রাতে

স্মৃতি দোলায় আলো-ছায়াতে

*************************

ধন্যবাদান্তে - সাখাওয়াত

আইকন স্টুডিও

রুম ৫৪৮৯২৪

*************************

Selengkapnya dari Shuvomita

Lihat semualogo

Kamu Mungkin Menyukai