menu-iconlogo
huatong
huatong
avatar

বিনোদিনী রায়

Sumi Mirzahuatong
porricianhuatong
Lirik
Rekaman
রাধে রাধে প্রেমও রাধে বিনোদিনী রায়

কৃষ্ণ প্রেম মজি রাধে জল ভরিতে যায়

কমলও যৌবন ও রাধে মেট্টো পথের পানে

কৃষ্ণ তখন চল করিয়া রাধের আচল টানে

আচলও দরিয়া রাধের নদীর গাঠে যায়

কালো কৃষ্ণ চল করিয়া রাধেরে জালায়

অমনও চল বুঝে রাধে পিরে না তাকায়

জল আনিতে যায় গো রাধে জল আনিতে যায়

কালো কালো করিস না লো কৃষ্ণ বানুর ঝি

বিধাতা করেছে কালো আমি করবো কি

চুল কালো কাজল কালো কালো চোখের মনি

তাহার অধিক কালো রাধে তোমার মাথার বেনি

আমি কানাই কালোই ভালো প্রেমের মন্ত জানি

সকল রাধে আমার কাছে প্রেমের জলান জলি

এই কথা শুনে কৃষ্ণ বাশি টা বাজালো

কাল সাপুড়ে কালো বাশি রাধেকে ধংশিলো

কোথায় আছো কৃষ্ণ তুমি ভালো করো আমায়

যাহা ছেয়ে ছিলে তুমি দিবো আমি তোমায়

রাধের কথা শুনে কৃষ্ণ বিশ জারিতে এলো

সত্য করে বলো রাধে বিশ কোথায় গেলো

বিশ নাইকো রাধের গায়ে কৃষ্ণ যখন বলে

চল করিয়া নদীর গাটে যায়গো রাধে চলে

প্রেম তুমি করো কৃষ্ণ,অন্যের সাথে করো

রাধের রুপ দেইখা কেন জলে পুরে মরো

প্রেম আমি করবো রাধে প্রেমতো করিবো

তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাবো

প্রেম আমি করবো রাধে প্রেমতো করিবো

তোমার মত রুপের রানী কোথায় গেলে পাবো

লজ্জা নাই লজ্জা নাই কৃষ্ণ

লজ্জা নাইরে তোর

গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর

কোথায় পাবো কলসি রাধে কোথায় পাবো দড়ি

তুমি হও গহিন যমুনা আমি ডুইবা মরি

লজ্জা নাই লজ্জা নাই কৃষ্ণ

লজ্জা নাইরে তোর

গলায় কলসি বাইন্ধা জলে ডুইবা মর

কোথায় পাবো কলসি রাধে কোথায় পাবো দড়ি

তুমি হও গহিন যমুনা আমি ডুইবা মরি

তুমি হও গহিন যমুনা আমি ডুইবা মরি

তুমি হও গহিন যমুনা...... আমি ডুইবা মরি

আরো নতুন গান পেতে আমাদের সাথে থাকবেন

ধন্যবাদ

Selengkapnya dari Sumi Mirza

Lihat semualogo

Kamu Mungkin Menyukai