menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Bondhu Krishno Holey Ami Hobo Radha

Sumi Mirzahuatong
misiuqmisiuqhuatong
Lirik
Rekaman
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

বাংলা সঙ্গীত একাডেমি

বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও

বাঁশির সুরে পাগলিনি আমারে বানাও

বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও

বাঁশির সুরে পাগলিনি আমারে বানাও

তোমার ডাকের সাড়া দিতে পদে পদে বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

বাংলা সঙ্গীত একাডেমি

যমুনার ঐই কালো জ্বলে দেখি তোমার কায়া

তোমার জন্য বুকে আমার ভীষণ মধুর মায়া

যমুনার ঐই কালো জ্বলে দেখি তোমার কায়া

তোমার জন্য বুকে আমার ভীষণ মধুর মায়া

জগত বাসি জানে সবাই আমি তোমার রাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবে রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

Selengkapnya dari Sumi Mirza

Lihat semualogo

Kamu Mungkin Menyukai