menu-iconlogo
huatong
huatong
avatar

পানি গরগরাইয়া পরতাছে

Sumonhuatong
shawty1serioushuatong
Lirik
Rekaman
পানি গরগরাইয়া পরতাছে

বাবা আমায় ডাকতাছে

পানি গরগরাইয়া পরতাছে

বাবা আমায় ডাকতাছে

‌আয়রে মানিক আমার,বুকে আয়

ওরে আয়রে মানিক আমার,বুকে আয়..

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

বটতলা তিন মাথার মোড়ে

আমার বাবার আস্তানা

ভক্ত গনে জিকির করে

কেবলা বাবা মাওলানা...

বটতলা তিন মাথার মোড়ে

আমার বাবার আস্তানা

ভক্ত গনে জিকির করে

কেবলা বাবা মাওলানা...

বাবা প্রেমবাজারে বসিয়া

প্রেমের খেলা খেলিয়া..

বাবা প্রেম বাজারে বসিয়া

প্রেমের খেলা খেলিয়া

আশেকের মনোও প্রানোও

কাইরা নিয়াছে বাবায়

আশেকের মনোও প্রানোও

কাইরা নিয়াছে..

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

বাবায় আমার অলীর অলী

পাগলা ভক্তের দয়ালচান

চরণ ধুলি দাও গো বাবা

আমরা তোমার আশেকান...

বাবায় আমার অলীর অলী

পাগলা ভক্তের দয়ালচান

চরণ ধুলি দাও গো বাবা

আমরা তোমার আশেকান..

মারোফাতের গোপন খেলা

না বুঝিলে বারে জালা..

মারোফাতের গোপন খেলা

না বুঝিলে বারে জালা

আমারে দাও শিখাইয়া

এসকে হই দেওয়ান বাবা

আমারে দাও শিখাইয়া

এসকে হই দেওয়ান ..

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

পানি গরগরাইয়া পরতাছে

বাবা আমায় ডাকতাছে

পানি গরগরাইয়া পরতাছে

বাবা আমায় ডাকতাছে

‌আয়রে মানিক আমার,বুকে আয়

ওরে আয়রে মানিক আমার,বুকে আয়..

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

আল্লায় দেহের ভেতর দিছে প্রাণ

তার ভিতরে মেশিনগান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

Selengkapnya dari Sumon

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

পানি গরগরাইয়া পরতাছে oleh Sumon - Lirik & Cover