Loke Bole Biye Naki Lyrics
লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু বুঝেছো
তবু মনটা বলে চেঁখে দেখ না রে একটু
যে খাবে সে পস্তাবে না খেলে হার কচ্লাবে
মরলে আমি মরবো খেয়ে দেয়ে
বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে
বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে
লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু
রসগোল্লার রসিক আমি চলবে রসিক বুদ্ধু
নেই রস টস স্ট্খটে মদমাতার ঝগড়াটে
মরতে যাবো কেন তোকে চেয়ে
তোর পিড়িতে পাগলী হবো নই আমি সেই মেয়ে
তোর পিড়িতে পাগলী হবো নই আমি সেই মেয়ে
ঘোমটা টেনে ঘেমটা নেচে আর দেখাস না লাজের বালাই
হারিয়া গিলে বিউটি দিলে কেউ চাইবে না তোকে জামাই
ওরে ঘোমটা টেনে ঘেমটা নেচে আর দেখাস না লাজের বালাই
হারিয়া গিলে বিউটি দিলে কেউ চাইবে না তোকে জামাই
ওরে মন্দ লোকে দোষ দেবে মিথ্যা তোকে ফসলাবে
বর পাবি না ভালো আমার চেয়ে
বিয়ে পাগল ছেলের যে চাই পাগলিনী মেয়ে বুঝলে
তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে
চরের কিছু ছোটা ছেড়ে কেন ঘুরিস যে আমার পিছে
মনটা চুরি করবো যে তোর আর থাকবো না সাধু সেজে
যা যা চরের কিছু ছোটা ছেড়ে কেন ঘুরিস যে আমার পিছে
আমি মনটা চুরি করবো যে তোর আর থাকবো না সাধু সেজে
তোর সাথে আর কাটাতে চাই না কপাল ফাটাতে
মরতে হবে করলে তোকে বিয়ে
তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে.
ওরে বিয়ে পাগল ছেলের যে চাই তোর মতো এক মেয়ে
লোকে বলে নাকি বিয়ে দিল্লি কা লাড্ডু
আমায় বিয়ে করে তুমি দেখো না গো একটু
নেই রস টস স্ট্খটে মদমাতার ঝগড়াটে
মরতে যাবো কেন তোকে চেয়ে
চলো তুমিও পাগল বিয়ে করি গিয়ে .
তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে
দেখো তোমার আমার দেখা হবে ছাদনাতলায় গিয়ে
আর তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে
আমার বিয়ে পাগল আমার যে চাই তোমার মতো মেয়ে
যা যা তোর গলাতে দেবো মালা নই আমি সেই মেয়ে
Read more at: https://azbengalilyrics.blogspot.com/2021/07/loke-bole-biye-naki-lyrics-abhimanyu.html?m=1
Copyright