menu-iconlogo
huatong
huatong
tausif-durey-kothao-achi-bose-cover-image

Durey Kothao Achi Bose

Tausifhuatong
ShymoonKhan_ABShuatong
Lirik
Rekaman
দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দু’চোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দুচোখ নির্বাক আসোনা ছুটে

অনুরাগে ঝরে চাঁদোয়া

এ লগনেও এলেনা

অনুভব নিশ্চুপ আজ

কথা যে বলেনা

ভালো যদি বাসো,তুমি আমাকে

ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দুচোখ নির্বাক আসোনা ছুটে

নীল আচল নির্মল হাওয়া

এ লগনেও এলেনা

অচেতন থাকে এ মন

নিষ্প্রান যত ভাবনা

ভাল যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দুচোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রঙ ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়

এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দুয়ার

দুচোখ নির্বাক আসোনা ছুটে

Selengkapnya dari Tausif

Lihat semualogo

Kamu Mungkin Menyukai