menu-iconlogo
huatong
huatong
arkhassan-paharer-churay-ark-kawsers-playlist-cover-image

Paharer Churay-Ark( kawser's Playlist)

ARK/Hassanhuatong
iKILLED_MYgfhuatong
Testi
Registrazioni
আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায়

আমি সাগরের উত্তাল তরঙ্গ ভেদে যাই

আমি মরুময় এপারে পাড়ি জমাতে চাই

যদি ওপারের শীতলে তোমার চিহ্ন রয়

একটু ভীত নয়, বুনো হিংস্রতায়

এনে দেবো ছিনিয়ে যত দুর্লভ যা চাই...

শত রাত্রি বিনিদ্র যাপন পারি অবলীলায়

নির্মল ভোরে তোমার হাসির প্রতীক্ষায়

ঝিরিঝিরি বর্ষণে প্রদীপ শিখা জ্বেলে

জেগে রবো একলা হৃদয় উষ্ণতায়

সীমানা ছাড়িয়ে সুদূরে

হাজারো মানুষের ভীড়ে

হারিয়ে কি গেছ জানি না

O খুঁজে যেতে পারি অজানায়

Oooooo

একটু ভীত নয়, বুনো হিংস্রতায়

এনে দেবো ছিনিয়ে যত দুর্লভ যা চাই

তোমার......

,

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায়

আমি সাগরের উত্তাল তরঙ্গ ভেদে যাই

আমি মরুময় এপারে পাড়ি জমাতে চাই

যদি ওপারের শীতলে তোমার চিহ্ন রয়

একটু ভীত নয়, ও বুনো হিংস্রতায়

এনে দেবো ছিনিয়ে যত দুর্লভ যা চাই

শত রাত্রি বিনিদ্র যাপন পারি অবলীলায়

নির্মল ভোরে তোমার হাসির প্রতীক্ষায়

ঝিরিঝিরি বর্ষণে প্রদীপ শিখা জ্বেলে

জেগে রবো একলা হৃদয় উষ্ণতায়

Altro da ARK/Hassan

Guarda Tuttologo

Potrebbe piacerti