menu-iconlogo
huatong
huatong
avatar

এই দূর পরবাসে | Ai Dur Porobashe

ARKhuatong
mkrush48huatong
Testi
Registrazioni
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে

আমাকে করে যায় বড় বেশী এলোমেলো

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর

তমুল উল্লাসে ভরা প্রিয় শহর

মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর

তমুল উল্লাসে ভরা প্রিয় শহর

সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলে না সময়

তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হৃদয়

এই একাকী জীবন ভাল লাগে না আমার

বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে

আমাকে করে যায় বড় বেশী এলোমেলো

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে

প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে

মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে

প্রতিটি কষ্টমাখা দিনের ফাঁকে

হয়ত বদলে গেছো, হয়ে গেছ অচেনা তুমি

তবু তোমাকেই ফিরে পেতে চায় দূরের আমি

এই একাকী জীবন ভাল লাগে না আমার

বিষন্ন দিনের শেষে বিষন্ন রাতের শেষে

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে

আমাকে করে যায় বড় বেশী এলোমেলো

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

Altro da ARK

Guarda Tuttologo

Potrebbe piacerti

website_song_tagtitle