menu-iconlogo
huatong
huatong
avatar

Ja re ja ure ja

ARKhuatong
moonie06huatong
Testi
Registrazioni
চাঁদের আলয় সূর্যের তেজ

যেমনি যায় না পাওয়া,

সূর্যের কিরণে তপ্ত বিরহে

চাঁদের সুরভি হয় না

তেমনি পাইনি এ পৃথিবীটা ঘুরে

বন্ধুরে তোমার হৃদয় জুড়ে,

স্পষ্ট দুচোখের দৃষ্টি সীমানা

পেছনে রেখেছি ফেলে,

এখন তো আমি অন্ধ হয়েছি

তোমারি বিরহ তরে

যারে যা উড়ে যা পাখি তারে বলে যা

সে যেন আমারে

কখনো ভুলে নারে,

যারে যারে যা

উড়ে যা পাখি তারে বলে যা

সে যেন আমারে কখনো ভুলে না,

দিগন্তের একই ঠিকানা

যেখানে সীমানা

বন্ধু আমার তেমনি ব্যবধান

এমনিতেই অবসান,

আজ এ অবেলায় বলে যা,

উড়ে যা উড়ে যা

উড়ে যা

যারে যা উড়ে যা পাখি তারে বলে যা

সে যেন আমারে কখনো ভুলে নারে,

যারে যারে যা...

উড়ে যা পাখি তারে বলে যা

সে যেন আমারে কখনো ভুলে না

চাঁদের আলয় সূর্যের তেজ

যেমনি যায় না পাওয়া,

সূর্যের কিরণে তপ্ত বিরহে

চাঁদের সুরভি হয় না

তেমনি পাইনি এ পৃথিবীটা ঘুরে

বন্ধুরে তোমার হৃদয় জুড়ে,

স্পষ্ট দুচোখের দৃষ্টি সীমানায়

পেছনে রেখেছি ফেলে,

এখন তো আমি অন্ধ হয়েছি

তোমারি বিরহ তরে

যারে যা উড়ে যা পাখি তারে বলে যা

সে যেন আমারে

কখনো ভুলে নারে,

যারে যারে যা

উড়ে যা পাখি তারে বলে যা

সে যেন আমারে কখনো ভুলে না,

Altro da ARK

Guarda Tuttologo

Potrebbe piacerti