menu-iconlogo
huatong
huatong
avatar

Bangladesh

ARKhuatong
mprivehuatong
Testi
Registrazioni
যে মাটির পরতে পরতে

সোঁদা-গন্ধ বীজ ঘুমিয়ে আছে

সবুজের সারি রাঙা আল্পনায়

রাখালিয়া সুর মিশে একাকার

এ মাটি নয় অন্য মাটি

প্রতিভায় বরেণ্য ঘাঁটি

সাধু-সন্ন্যাসী পরিজন ভুলে

বেঁধেছে শানি কি মায়া জালে

যে মাটির মায়া কৃষাণির ছায়ায়

কি মাতম দোলা

শিল্পীর তুলি, খোলা অঞ্জলি

কভু যায় ভোলা?

বাংলাদেশ, বাংলাদেশ

বাংলাদেশ, এই বাংলাদেশ

যে মায়ের বুকে এঁকে বেঁকে যায়

খাল, বিল, নদী অমৃত ধারায়

এ মা তো নয় অন্য মাতা

উপশম করে যে ব্যথা

লাখো সন্তানের দুঃখী অন্তরে

বিয়োগের পাশে স্বজনের বেশে

যে মায়ের কোলে সুর কুঞ্জনে পিউ পাপিয়া

পথে প্রান্তরে মোড়ানো যেন নকশি কাঁথা

বাংলাদেশ, বাংলাদেশ

বাংলাদেশ, এই বাংলাদেশ

পীর-আউলিয়া, হাসন রাজা, লালন শাহ, জয়নুল, কবি নজরুল

আব্বাস উদ্দিন, রবীন্দ্র, বীর অমর গাঁথা

বাংলাদেশ, বাংলাদেশ

বাংলাদেশ, এই বাংলাদেশ

যে মাটির মায়া কৃষাণির ছায়ায়

কি মাতম দোলা

শিল্পীর তুলি, খোলা অঞ্জলি

কভু যায় ভোলা?

বাংলাদেশ, বাংলাদেশ

বাংলাদেশ, এই বাংলাদেশ

বাংলাদেশ, বাংলাদেশ

বাংলাদেশ, এই বাংলাদেশ

Altro da ARK

Guarda Tuttologo

Potrebbe piacerti

Bangladesh di ARK - Testi e Cover