menu-iconlogo
huatong
huatong
atif-ahmed-niloy-akashe-onek-tarar-vire-cover-image

Akashe Onek Tarar Vire

Atif Ahmed Niloyhuatong
qtpy52288huatong
Testi
Registrazioni
আকাশে অনেক তারার ভীড়ে

আমি তোরে খুইজা পাইলাম নারে

আবেদন খোদার দরবারে..

আখিরাতে পাই যেন তোরে।

আকাশে অনেক তারার ভীড়ে

আমি তোরে খুইজা পাইলাম নারে

আবেদন খোদার দরবারে...

আখিরাতে পাই যেন তোরে

আখিরাতে পাই যেন তোরে।

আমার কলিজাটা পোড়া

আমি একটা জ্যান্ত মরা

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

কলিজাটা পোড়া

আমি একটা জ্যান্ত মরা

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

পাগল হইয়া পইড়া থাকি

তোর সমাধিতে

চোখের জ্বলে দোয়া করি

প্রতি মোনাজাতে

পাগল হইয়া পইড়া থাকি

তোর সমাধিতে

চোখের জ্বলে দোয়া করি

প্রতি মোনাজাতে

আমার কলিজাটা পোড়া

আমি একটা জ্যান্ত মরা

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

কলিজাটা পোড়া

আমি একটা জ্যান্ত মরা

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

দুঃখ গুলো পুইষা বুকে

মুখে হাইসা যাই

তোর কাছে কবে যাব

প্রহর গুনি তাই।

দুঃখ গুলো পুইষা বুকে

মুখে হাইসা যাই

তোর কাছে কবে যাব

প্রহর গুনি তাই।

আমার কলিজাটা পোড়া

আমি একটা জ্যান্ত মরা

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

কলিজাটা পোড়া

আমি একটা জ্যান্ত মরা

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

কি করে বাইচা থাকি

আমি তোরে ছাড়া!

Altro da Atif Ahmed Niloy

Guarda Tuttologo

Potrebbe piacerti