menu-iconlogo
huatong
huatong
avatar

Na Pawar Golpo

Encorehuatong
skipjohnsonacnhuatong
Testi
Registrazioni
স্বর্গ থেকে নেমে আসা

ডানা কাটা পরী আমার

তার সাথে কথা বলা

হলো না আমার

স্বর্গ থেকে নেমে আসা

ডানা কাটা পরী আমার

তার সাথে কথা বলা

হলো না আমার

এ কী ভুল

করেছো তুমি আমায় ভুলে গিয়ে

কত দূর যাবে তুমি

আমায় ফেলে একা

তোমার ডানা দুটি আমি

যে পুড়িয়ে ফেলেছি

শুকনো পাতারই মতোন

তুমিও ঝরে যাবে

তোমার সব কিছু মিশে যাবে

ধুলোর সাথে

কেও কভু জানবে না

অলস বিকেলে

তোমায় খুজেছি কত

কষ্টের তাড়নায়

ভুলের সুবাসে

শুখিয়েছি হৃদয় কত

হতে পারে ভুল মানুষের

পরীর পক্ষে কী করে সম্ভব হয়

আগুন জ্বলবে নরকে

তোমার অভিশপ্ত প্রেম

এ কী ভুল

করেছো তুমি আমায় ভুলে গিয়ে

কত দূর যাবে তুমি

আমায় ফেলে একা

তোমার ডানা দুটি আমি

যে পুড়িয়ে ফেলেছি

শুকনো পাতারই মতো

তুমিও ঝরে যাবে

তোমার সব কিছু মিশে যাবে

ধুলোর সাথে

কত দূর যাবে তুমি

আমায় ফেলে একা

তোমার ডানা দুটি আমি

যে পুড়িয়ে ফেলেছি

শুকনো পাতারই মতো

তুমিও ঝরে যাবে

তোমার সব কিছু মিশে যাবে

ধুলোর সাথে

Altro da Encore

Guarda Tuttologo

Potrebbe piacerti