তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো আর
ডাকবো ইশারায়
তুই চাইলে বল,আমার সঙ্গে চল
ঐ উদাস পূরের বৃষ্টিতে,আজ বিজবো দুজনায়
অভিমানী মন আমার চাই তোকে বার বার
অভিমানী মন আমার চাই তোকে বার বার
তাই বলি আয়রে ছুটে আয়
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো আর
ডাকবো ইশারায়
তুই চাইলে বল,আমার সঙ্গে চল
ঐ উদাস পূরের বৃষ্টিতে,আজ বিজবো দুজনায়
আপনার পছন্দের গান পেতে
তোর হৃদয় আঙ্গিনায় থাকতে আমি চাই
তুই ছাড়া বাঁচার,নেইরে উপায়
কি ভাবে ওরে,তোকে ছেড়ে
একাকী আমি জীবন কাটায়
অভিমানী মন আমার চাই তোকে বার বার
অভিমানী মন আমার চাই তোকে বার বার
তাই বলি আয়রে ছুটে আয়
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো আর
ডাকবো ইশারায়
তুই চাইলে বল,আমার সঙ্গে চল
ঐ উদাস পূরের বৃষ্টিতে,আজ বিজবো দুজনায়
বন্ধুরা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য
শুধু তোকে ঘিরে,শত স্বপ্নর ভিড়ে
এখন আমার বস বাস
তুই এলে জীবনে,পাবো বাঁচার মানে
পাবো সুখেরি আবাস
অভিমানী মন আমার চাই তোকে বার বার
অভিমানী মন আমার চাই তোকে বার বার
তাই বলি আয়রে ছুটে আয়
ঐ উদাস পূরের বৃষ্টিতে,আজ বিজবো দুজনায়
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো আর
ডাকবো ইশারায়
তুই চাইলে বল,আমার সঙ্গে চল
ঐ উদাস পূরের বৃষ্টিতে,আজ বিজবো দুজনায়
না না নানা না না নানা না না
না না নানা না না নানা না না
ধন্যবাদ