পালাইবে কই যাইয়া রে মানুষ
পালাইবে কই যাইয়া.....
আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন
বান্ধিবে কসিয়া রে....
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে...
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে....
পালাইবে কই যাইয়া রে মানুষ
পালাইবে কই যাইয়া.....
আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন
বান্ধিবে কসিয়া রে.....
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে....
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে....।।
এক বিয়াতে আইছ মানুষ
এই ভব সংসারে....
আরেক বিয়া হইব তোমার
স্বামীর হাত ধরে....
এক বিয়াতে আইছ মানুষ
এই ভব সংসারে....
আরেক বিয়া হইব তোমার স্বামীর হাত ধরে...
আরেক বিয়া সামনে আছে
আরেক বিয়া সামনে আছে
সাদা কাপড় দিয়া রে......
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে...
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে....।।
বাজাবেনা তোর বিয়ার সানাই
গাইবে না কেউ গান....
খাইবে না কেউ বিয়ার খানা
যতই মেহমান...
সেদিন বাজাবেনা তোর বিয়ার সানাই
গাইবে না কেউ গান....
খাইবে না কেউ বিয়ার খানা
যতই মেহমান......
কেহ কাঁদবে চুপে চাপে
কেহ কাঁদবে চুপে চাপে
মায় কাঁদবে চিল্লাইয়ারে......
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে.....
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে.....।।
দালান কোঠা পাকা বাড়ি কিসের লাগিয়া.....
একদিন তোমার যাইতে হবে
সব কিছু ছাড়িয়া.....
দালান কোঠা পাকা বাড়ি কিসের লাগিয়া.....
একদিন তোমার যাইতে হবে
সব কিছু ছাড়িয়া....
সেই যে যাইবা আর আইবানা
সেই যে যাইবা আর আইবানা
জনমের লাগিয়া রে....
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে.....
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে....
পালাইবে কই যাইয়া রে মানুষ
পালাইবে কই যাইয়া..
আজরাইল আসিয়া একদিন
আজরাইল আসিয়া একদিন
বান্ধিবে কসিয়া রে...
জগত স্বামীর ঘরে যাইতে হবে রে....
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে...
তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে...,।।
ধন্যবাদ সবাইকে