menu-iconlogo
huatong
huatong
avatar

Sona Sona Sona Loke

Shakila Zafarhuatong
n_wilson40huatong
Testi
Registrazioni
সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সোনা নয় তত খাঁটি

বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি

বাংলাদেশের মাটি রে

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সোনা নয় তত খাঁটি

বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি

বাংলাদেশের মাটি রে

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

ধন-ধন বলো, যত ধন দুনিয়াতে

হয় কি তুলনা বাংলার কারও সাথে

ধন-ধন বলো, যত ধন দুনিয়াতে

হয় কি তুলনা বাংলার কারও সাথে

কত মা'র ধন মানিক-রতন

কত জ্ঞানী-গুণী কত মহাজন

কত মা'র ধন মানিক-রতন

কত জ্ঞানী-গুণী কত মহাজন

এনেছে আলোর সূর্য এখানে আঁধারের পথ কাটি রে

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সোনা নয় তত খাঁটি

বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি

বাংলাদেশের মাটি রে

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

এই মাটি তলে ঘুমাইছে অবিরাম

রফিক-শফিক-বরকত কত নাম

এই মাটি তলে ঘুমাইছে অবিরাম

রফিক-শফিক-বরকত কত নাম

কত তিতুমির কত ঈশা খান

দিয়েছে জীবন দেয়নি কো মান

কত তিতুমির কত ঈশা খান

দিয়েছে জীবন দেয়নি কো মান

রক্তশয্যা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

সোনা সোনা সোনা লোকে বলে সোনা

সোনা নয় তত খাঁটি

বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি

বাংলাদেশের মাটি রে

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

আমার বাংলাদেশের মাটি

আমার জন্মভূমির মাটি

Altro da Shakila Zafar

Guarda Tuttologo

Potrebbe piacerti