menu-iconlogo
huatong
huatong
avatar

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

Shuvro Devhuatong
roxky69huatong
Testi
Registrazioni
মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

তবে যেনে রেখো

সে মরণ পরে

আরো বেশি মিশে রবো তোমাতে

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

আমার এ চোখ পাথর করে তুমি

যদি রাখো সারাটি জীবন

আমার এ চোখ পাথর করে তুমি

যদি রাখো সারাটি জীবন

তবু শুধু তোমায়

পাথর এই চোখেতে

একে যাবো আধারের তুলিতে

ও..একে যাবো আধারের তুলিতে

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

আমার এ মন খেলার ছলে যদি

ভেঙ্গে ফেলো কাকনের মতন

আমার এ মন খেলার ছলে যদি

ভেঙ্গে ফেলো কাকনের মতন

তবু ভাঙ্গা মনের

প্রতিটি কণাতে

তুমি আছো থাকবেই আমাতে

ও..তুমি আছো থাকবেই আমাতে

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

তবে যেনে রেখো

সে মরণ পরে

আরো বেশি মিশে রবো তোমাতে

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে

Altro da Shuvro Dev

Guarda Tuttologo

Potrebbe piacerti