menu-iconlogo
huatong
huatong
avatar

খোদার আরেক নাম কৃষ্ণ কেন[Music]

Sumon_Singerhuatong
✯SUMON🦋TITU✯𝄞🅐🅜🅢𝄞huatong
Testi
Registrazioni
*****************************

*****************************

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

কোন নামে তোমায় ডাকিলে দাও সাড়া।

কোন নামে তোমায় ডাকিলে দাও সাড়া।

জানিনা ও দয়াল আমি...

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

কোন নামে তোমায় ডাকিলে দাও সাড়া।

কোন নামে তোমায় ডাকিলে দাও সাড়া।

জানিনা ও দয়াল আমি...

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

*****************************

*****************************

আকাশের এক নাম হলো কেন আসমান,

শ্মশানের আর নাম গোরস্থান।

পূজার আর এক নাম হলো কেন নামাজ,

প্রার্থনার আর নাম আজান।

আকাশের এক নাম হলো কেন আসমান,

শ্মশানের আর নাম গোরস্থান।

পূজার আর এক নাম হলো কেন নামাজ,

প্রার্থনার আর নাম আজান।।

এতো পথের তুমি দিয়েছো ঠিকানা,

এতো পথের তুমি দিয়েছো ঠিকানা।

তবু সে পথ নাহি চিনি...

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

*****************************

*****************************

মানুষের এক নাম হলো কেন ইনসান,

জগতের আর এক নাম দুনিয়া।

মায়ের এক নাম কেন হলো আম্মা,

পিতার আর এক নাম আব্বা।

মানুষের এক নাম হলো কেন ইনসান,

জগতের আর এক নাম দুনিয়া।

মায়ের এক নাম কেন হলো আম্মা,

পিতার আর এক নাম আব্বা।

এতো পথের তুমি দিয়েছো ঠিকানা,

এতো পথের তুমি দিয়েছো ঠিকানা,

তবুও সে পথ নাহি চিনি...

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

কোন নামে তোমায় ডাকিলে দাও সাড়া।

কোন নামে তোমায় ডাকিলে দাও সাড়া।

জানিনা ও দয়াল আমি...

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি।

খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো।

জলের আর এক নাম পানি...।।

*****************************

THANK YOU

*****************************

Altro da Sumon_Singer

Guarda Tuttologo

Potrebbe piacerti