menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি সাগর জলের মাঝে

রবিনhuatong
꧁●⃝❤R🌹A🌹B🌹I🌹N❤⃝●꧂huatong
歌詞
レコーディング
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে,

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে,

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে

অসহায় এ জীবন কিভাবে চলে,

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে।

থাকবো স্মৃতি নিয়ে একাকি ঘরে

ঘুম নেই দুচোখে অন্ধকারে,

ভোরের পাখিরা আজ কান্না শুনে

উড়ে যায় দুঃখী মনে আসে না ফিরে।

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে

অসহায় এ জীবন কিভাবে চলে,

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে।

কতদিন দেখিনি যে তোমার ওই মুখ

পেয়েছো কি খুঁজে তুমি পেয়েছো কি সুখ,

হাজার তুফান আর ঝড় আসুক

আশায় থাকবো আমি যে যাই বলুক।

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে

অসহায় এ জীবন কিভাবে চলে,

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে।

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে,

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে,

কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে

অসহায় এ জীবন কিভাবে চলে,

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে

ভাসবো চিরকাল ব্যথারই জলে।

রবিনの他の作品

総て見るlogo

あなたにおすすめ