menu-iconlogo
huatong
huatong
avatar

Uporoala Kala Koira Banaiche

Adnan Kabirhuatong
nanajohn900huatong
歌詞
収録
কত ভালোবাসি তোরে, তুই তো ময়না বুঝলি না

নিজে সুখ খুঁইজা নিলি, আমায় আপন করলি না

আমায় আপন করলি না

কেন করলি এমন ছলনা? তোর সাথে কি মিলে না?

করলি এমন ছলনা, তোর সাথে কি মিলে না?

একা থাকা ছিল অনেক ভালা রে

উপরওয়ালা কালা কইরা বানাইছে আমারে

উপরওয়ালা কালা কইরা বানাইছে

উপরওয়ালা কালা কইরা বানাইছে আমারে

উপরওয়ালা কালা কইরা বানাইছে

কাঁচের চুড়ি লাল ফিতাতে ফুল ফুটাতি তোর খোঁপাতে

কত ভালো লাগতো তোরে, বুঝাইতাম কী করে?

বুঝাইতাম কী করে?

দেখলে সমাজের লোকে মন্দ কইবো আমারে

দেখলে সমাজের লোকে মন্দ কইবো আমারে

ডরে ডরে দেখা করতাম তোর লগে

উপরওয়ালা কালা কইরা বানাইছে আমারে

উপরওয়ালা কালা কইরা বানাইছে

উপরওয়ালা কালা কইরা বানাইছে আমারে

উপরওয়ালা কালা কইরা বানাইছে

শুনলাম একদিন লোকের মুখে, তুই নাকি অন্যের বুকে

সাজিয়েছিস সুখের বাসর আমাকে ভুলে

আমাকে ভুলে

আমি ছিলাম অনেক কালো, তুই চান্দের আলো

ছিলাম অনেক কালো, তুই চান্দের আলো

তাই বুঝি দিয়া গেলি ফাঁকি রে?

উপরওয়ালা কালা কইরা বানাইছে আমারে

উপরওয়ালা কালা কইরা বানাইছে

উপরওয়ালা কালা কইরা বানাইছে আমারে

উপরওয়ালা কালা কইরা বানাইছে

Adnan Kabirの他の作品

総て見るlogo

あなたにおすすめ