menu-iconlogo
logo

J Rup Loiya Borai Koro

logo
avatar
Akash Mahmudlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....logo
アプリ内で歌う
歌詞
যে রুপ লইয়া বড়াই করো রে বেইমান...

যে রুপ লইয়া বড়াই করো রে বেইমান...

সে রুপ হয়তো নাই আমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার..

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার...

যে রুপ লইয়া বড়াই করো রে বেইমান....

যে রুপ লইয়া বড়াই করো রে বেইমান....

সে রুপ হয়তো নাই আমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার...

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার...

===============

রুপ দেখিয়া তোমায় আমি

বাসি নাইতো ভালো

মনের বদল মন চাহিয়া

বিফল সবি গেলো..

একদিন তুমি বুজবে ঠিকই রে বেইমান

একদিন তুমি বুজবে ঠিকই রে বেইমান

সার হইবে চোখে আন্ধার

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার....

===============

সুন্দর মুখের আড়ালেতে ও সুন্দর এক মন

বড় দেরি হইলো আমার বুঝিলাম যখন

আমারে আঘাত করিয়া রে বেইমান...

আমারে আঘাত করিয়া রে বেইমান

কত সুখী হইবি আর

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার

জানি সুন্দরের অহংকার

একদিন ভাঙ্গবে রে তোমার..

===============

শেষ কথাটা বলিয়া যাই

শুনো ওরে বেইমান

সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান

জাহাঙ্গির রানা কয় বেইমান রে বেইমান..

জাহাঙ্গির রানা কয় বেইমান রে বেইমান..

কানবে একদিন বেসুমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার

জানি সুন্দরের অহংকার

একদিন ভাঙ্গবে রে তোমার..

যে রুপ লইয়া বড়াই করো রে বেইমান

যে রুপ লইয়া বড়াই করো রে বেইমান

সে রুপ হয়তো নাই আমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার.

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙ্গবে রে তোমার