menu-iconlogo
huatong
huatong
avatar

Nicotine

Arman Alifhuatong
nena4242huatong
歌詞
レコーディング
কোনো এক রাতের কিছু

লুকোনো দীর্ঘশ্বাস ছিলো।

ধরা ছোঁয়ার বাইরে থাকা

কিছু গল্পেরা জেগে ছিলো।

প্রিয় গানটার সুরের মাঝেও ছিলো

তার আসা-যাওয়া।

এই অবেলায় কেন এভাবে আমার

একলা হয়ে যাওয়া।

আজও কেন কেউ ছায়া হয়ে পাশে

ধীর পায়ে হাটে ,

সে হীনা সব ঘোর গুলো কেনো

নিকোটিনেই কাটে।

ভালোবাসি বলে জড়াবো মায়ায়

স্বপ্ন এঁকে রাখি।

অনেক আড়ালে সরে গেলেও

তোমার মাঝেই থাকি।

তোমার শহরের কোনো কোণে কেউ

মায়া জমায় কি ?

আমি এখনো ভাবি সেই তোমাকে

ফেরানো যাবে কি ?

সেই নীল শাড়ি , আমার বাড়াবাড়ি ,

মনে পরে কি ?

জোনাক পোকারা তোমায় এখনও আর

গল্প শোনায় কি ?

আজও কেন কেউ ছায়া হয়ে পাশে

ধীর পায়ে হাটে ,

সে হীনা সব ঘোর গুলো কেনো

নিকোটিনেই কাটে।

ভালোবাসি বলে জড়াবো মায়ায়

স্বপ্ন এঁকে রাখি।

অনেক আড়ালে সরে গেলেও

তোমার মাঝেই থাকি।

কার চোখে কি স্বপ্ন এঁকে আজ

নিজেকে হাসাও ?

কোন আড়ালে লুকাও তোমায়

তুমি কেমন চোখে তাকাও ?

কখনো কি আর একলা লাগে তোমার

আমার কারণে ?

যদি লাগে তবে কি ভুলে

আমাকে হারালে ?

আমারও খুব একলা লাগে

আজ তোমার কারণে। .

সত্যি বলছি আর যাবো না

আবারও ফিরে পেলে।

তবুও যদি একলা লাগে খুব

আমার অভাবে,

পাশে চেয়ে দেখো আছি আজও

আমি তোমার ছায়া হয়ে।

Arman Alifの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Nicotine by Arman Alif - 歌詞&カバー