menu-iconlogo
huatong
huatong
avatar

যার লাগিয়া খোদা তুমি দাও নাই

Atif Ahmed Niloyhuatong
stevegynthuatong
歌詞
レコーディング
যার লাগিয়া খোদা তুমি দাও নাই আমার জান

তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ

যার লাগিয়া খোদা তুমি দাও নাই আমার জান

তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ

রাত জাগিয়া চান্দের দিকে

হাত বাড়াইয়া চা..ই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

সরল সোজা মনটা পাইয়া

খেল্লি প্রেমের খেলা

তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা

সরল সোজা মনটা পাইয়া

খেল্লি প্রেমের খেলা

তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা

যত পারিস যা কান্দাইয়া

থাকবো তরী পথ চাইয়া

পরকালে খোদার কাছে তোরে আমি চাই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

আমার লাইগা একটুও কি কান্দে না অন্তর

তোর বিরহে মরি আমি লইলি না খবর

আমার লাইগা একটুও কি কান্দে না অন্তর

তোর বিরহে মরি আমি লইলি না খবর

যত পারিস যা কান্দাইয়া

থাকবো তরী পথ চাইয়া

পরকালে খোদার কাছে তোরে আমি চাই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই

Atif Ahmed Niloyの他の作品

総て見るlogo

あなたにおすすめ

যার লাগিয়া খোদা তুমি দাও নাই by Atif Ahmed Niloy - 歌詞&カバー