menu-iconlogo
huatong
huatong
avatar

Mayar Tabij 2

Atif Ahmed Niloyhuatong
💜●◉𝙉𝙄𝙃𝘼𝙎◉●💜🇧🇩𝙄𝘿𝙊𝙇,huatong
歌詞
レコーディング
মায়ার তাবিজ বুকে বাইন্ধা

ছাইরা দিলি হাত

ভালোবাসার আগুন বুকে

কান্দি সারারাত

মায়ার তাবিজ বুকে বাইন্ধা

ছাইরা দিলি হাত

ভালোবাসার আগুন বুকে

কান্দি সারারাত

রাতের পরে রাত কেটে যায়

কাটে কত ভোর

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর...

রাতের পরে রাত কেটে যায়

কাটে কত ভোর

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর...

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর...

মায়ার তাবিজ বুকে বাইন্ধা

ছাইরা দিলি হাত

ভালোবাসার আগুন বুকে

কান্দি সারারাত

সুখায় নাইরে চোখের পানি

চোখ দুইটাও অভিমানি

সুখায় নাইরে চোখের পানি

চোখ দুইটাও অভিমানি

ফিরবি না তুই তাও জানি

ফিরবি না তুই তাও জানি

আসায় থাকি যদি ফিরে পাই

রাতের পরে রাত কেটে যায়

কাটে কত ভোর

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর

রাতের পরে রাত কেটে যায়

কাটে কত ভোর

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর….

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর….

মায়ার তাবিজ বুকে বাইন্ধা

ছাইরা দিলি হাত

ভালোবাসার আগুন বুকে

কান্দি সারারাত

চাঁন্দের আলো সঙ্গি হইলো

মনের দুঃখ মনে রইলো

চাঁন্দের আলো সঙ্গি হইলো

মনের দুঃখ মনে রইলো

পিরিতি শিখাইলি কেনো

পিরিতি শিখাইলি কেনো

যাবি যদি আমায় ছাড়িয়া

রাতের পরে রাত কেটে যায়

কাটে কত ভোর

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর

রাতের পরে রাত কেটে যায়

কাটে কত ভোর

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর...

কেমন মায়ায় বাইন্ধা গেলি

কাটে না তোর ঘোর….

মায়ার তাবিজ বুকে বাইন্ধা

ছাইরা দিলি হাত

ভালোবাসার আগুন বুকে

কান্দি সারারাত।।

Atif Ahmed Niloyの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Mayar Tabij 2 by Atif Ahmed Niloy - 歌詞&カバー