menu-iconlogo
huatong
huatong
avatar

Amar baul ghare uploded by Akash iman

Gosthogopal Dashuatong
💥আকাশ💥⭐️ইমন⭐️huatong
歌詞
レコーディング
আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার

আমি চাইনা রে সুখ দাও ভরা দুখ

আমি চাইনা রে সুখ দাও ভরা দুঃখ

ওগো অন্তরে আমার

হায় যেন বারে বার

আমি ভিখ মাগিয়া দ্বারে দ্বারে

পাই যা পাই ভালো

আমি চাইনা কভু পুব আকাশে

অমন সূর্য আলো

আমার একতারা হু জীবন সাথী

এই দুঃখ পারাবার

হয় যেন বারে বার

আমার কুড়েঘরে দারুন শ্রাবণ

বাঁধে ভীতির বাসা

তবু এ ঘর স্বর্গ নরক

সুখের সর্বনাশা

আমার নাইরে বান্ধব স্বজন সুজন

ডেকে কথা কয় রে

খাই কি না খাই কোন পথে যাই

কেমনে জনম কাটায় রে

আমি দুঃখের মাঝে পেলাম খুজে

এই সুখেরই সংসার

হয় যেন বারে বার

আমার বাউল ঘরে জনম যেন

হয় গো বারে বার

আমি চাই না রে সুখ

দাও ভরা দুখ

আমি চাইনা রে সুখ দাও ভরা দুঃখ

আমি চাইনা রে সুখ দাও ভরা দুঃখ

ওগো অন্তরে আমার

হয় যেন বারে বার

আমার বাউল ঘরে জনম যেন

হয় গো বারে বার

Gosthogopal Dasの他の作品

総て見るlogo

あなたにおすすめ