menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi aar ekbar asiya uploded by Akash iman

Gosthogopal Dashuatong
💥আকাশ💥⭐️ইমন⭐️huatong
歌詞
レコーディング
তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি

আমি নয়ন ভোরে একবার দেখতে চাই

ভাবের গুলি উল্টা মারে পোড়া কপাল বুঝি নাই

আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া

না পাইলাম তোমারও মন না পারিলাম দিতে

তুমি না শোনালে মনের কথা না দিলে বলিতে

কত দেশ-বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম

দেশ-বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম

নানা রঙের মাঝে তোমার কথা ভুলিনাই

আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া

না পারিলাম কানতে আমি না পারিলাম হাসতে

না পারিলাম প্রেম পিরিতির গহীন গাঙ্গে ভাসত

তবু ভালোবাসার কানে শুধু বেঁচে আছি প্রাণে

তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে

আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই

আরেকবার আসিয়া দাও মোরে দেখিয়া

আমি নয়ন ভরে একবার দেখতে চাই

মনে পাব দারুন ব্যথা তোমার কাছে ভাবি নেই

আরেক বার আসিয়াযাও মোরে দেখিয়া

আমি নয়ন ভরে একবার দেখতে চাই

তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া

Gosthogopal Dasの他の作品

総て見るlogo

あなたにおすすめ