menu-iconlogo
huatong
huatong
hasan--cover-image

এতো কষ্ট কেনো ভালোবাসায়

Hasanhuatong
sunmansunmanhuatong
歌詞
収録
চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়

সাঁনাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জল চোখে ভিজে যায় হা হা হায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

Follow me

বিস্বাস যেখানে অবিস্বাসের

শুরে বেজে উঠেছে

থাকতে না আমার সে কথা বুজতে দেরি হয়েছে

নিমগ্ন ছিলাম তোমার ভালোবাসার ইন্দ্রজালে

মানুষ আমি কেনো তলিয়ে গেছি আমারই ভুলে

সাঁনাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জল চোখে ভিজে যায় হা হা হায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

Follow me

চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়

সাঁনাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জল চোখে ভিজে যায় হা হা হায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

এতো কষ্ট কেনো ভালোবাসায়

End

Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ