menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Torite Basona Thake

Lalon Geetihuatong
pollyanewman08huatong
歌詞
収録
যদি তরিতে বাসনা থাকে

ধরোরে মন সাধুর সঙ্গ

তরিতে বাসনা থাকে

ধরোরে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধরোরে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

সাধুর ও গুণ যায়না বলা

শুদ্ধ চিত্ত অন্তর খোলা

সাধুর ও গুণ যায়না বলা

শুদ্ধ চিত্ত অন্তর খোলা

সাধুর দরশনে যায় মনের ময়লা...

মনের ময়লা....আ আ আ....

দরশনে যায় মনের ময়লা

পরশে হয় প্রেম তরঙ্গ

দর্শনে যায় মনের ময়লা

পরশে হয় প্রেম তরঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

সাধু জনার প্রেম হিল্লোলে

কত মানিক মুক্তা ফলে

সাধু জনার প্রেম হিল্লোলে

কত মানিক মুক্তা ফলে

সাধু যারে দয়া করে

প্রেমময় দেয় প্রেম অঙ্গ

সাধু যারে দয়া করে

প্রেমময় দেয় প্রেম অঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

এক রসে হয় প্রতিবাদি

একই রসে ঘুরছে নদী

এক রসে হয় প্রতিবাদী

একই রসে ঘুরছে নদী

একই রসে নৃত্য করে

একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ

একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার

পূর্ব স্বভাব দূরে যাবে

সাধুর সঙ্গ গুণে রং ধরিবে

পূর্ব স্বভাব দূরে যাবে

ফকির লালন বলে

পাবে প্রাণ গোবিন্দ ও ও ও

(ওরে মন)

লালন বলে পাবে প্রাণ গোবিন্দ

ধরোরে মন সৎসঙ্গ

লালন বলে পাবে প্রাণ গোবিন্দ

ধরোরে মন সৎসঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

যদি তরিতে বাসনা থাকে

ধররে মন সাধুর সঙ্গ

তরিতে বাসনা থাকে

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

Lalon Geetiの他の作品

総て見るlogo

あなたにおすすめ