menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Eka Ekai Thaki

Lutfor Hasanhuatong
spanish_fly1817huatong
歌詞
レコーディング
বুঝি ভাগ্যরেখায় তুমি লেখা নেই

দুহাত বাড়িয়ে শুন্য হাতে ফিরি তাই

তোমাকে চেয়েছি প্রার্থনায়

আমার স্বপ্নেরা পাতার মতো উড়ে যায়

শূন্য ঘরে তোমার ছবি আঁকি

আমি একা একাই থাকি

শূন্য ঘরে তোমার ছবি আঁকি

আমি একা একাই থাকি

সীমানা পেরিয়ে মেঘের ওপারে যাই

তোমাকে খুঁজে কোথাও না পাই

আমি কান্না লুকাতে বৃষ্টির কাছে যাই

আমি তোমারে ছুঁতে বৃষ্টি ছুঁয়ে যাই

সবটাই তুমি বুঝেছি ফাঁকি

আমি একা একাই থাকি

শূন্য ঘরে তোমার ছবি আঁকি

আমি একা একাই থাকি

গোপনে গোপনে বিরহের জল হলে

তুমি যে কোথাও নাই

কেন জীবনপাতায় কুহকী মায়া হলে

তোমার ছায়া আজও দুয়ারে চরণ ফেলে

হারিয়ে গিয়ে থেকে গেলে নাকি

আমি একা একাই থাকি

শূন্য ঘরে তোমার ছবি আঁকি

আমি একা একাই থাকি

Lutfor Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ