menu-iconlogo
logo

Jodi Kanna Kanna Lage

logo
avatar
Lutfor Hasanlogo
༺🔺🅢︎𝒉𝒐𝒉𝒂𝒈◈🅚︎𝒉𝒂𝒏🔻༻logo
アプリ内で歌う
歌詞
Uploaded : Shohag Khan SK

Super Singer Family

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

আমি তোমার কাছে পৌছে যাবো

যাবোই যাবো তোমার কাছে

এমন একটা পাখির ডানা

আমার কাছে জমা আছে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

MUSIC

Uploaded : Shohag Khan SK

Super Singer Family

যদি কেউ করে দেয় বারণ

আর বল না কথা

নাও মেনে নাও তবে

এই সামাজিক প্রথা

যদি কেউ করে দেয় বারণ

আর বল না কথা

নাও মেনে নাও তবে

এই সামাজিক প্রথা

তোমার কাছে পৌছে যাবো

যাবোই যাবো তোমার কাছে

এমন একটা পাখির ডানা

আমার কাছে জমা আছে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

MUSIC

যদি আর না ফিরে আসে

সেই সমধুর দিন

রোদের কাছে দিও

অশ্রু ভাঙ্গা ঋণ

আর না ফিরে আসে

সেই সমধুর দিন

রোদের কাছে দিও

অশ্রু ভাঙ্গা ঋণ

তোমার কাছে পৌছে যাবো

যাবোই যাবো তোমার কাছে

এমন একটা পাখির ডানা

আমার কাছে জমা আছে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

আমি তোমার কাছে পৌছে যাবো

যাবোই যাবো তোমার কাছে

এমন একটা পাখির ডানা

আমার কাছে জমা আছে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে

যদি কান্না কান্না লাগে

খবর দিও আগে ভাগে