menu-iconlogo
huatong
huatong
lutfor-hasan-sada-jamay-rong-makhailo-ke-cover-image

Sada Jamay Rong Makhailo Ke

Lutfor Hasanhuatong
prepaid25huatong
歌詞
収録
সাদা জামায় রঙ মাখাইলো

শিল্পী : লুৎফর হাসান

গীতিকবি : প্রসেনজিৎ ওঝা

সুরকার : প্রসেনজিৎ ওঝা ও শোভন রায়

সঙ্গীত: শোভন রায়

লেবেল : প্রোটিউন

প্রজেক্ট : প্রোটিউন ফোক ফিফটি

০৬/০৮/২০১৯

আমার সাদা জামায় রঙ মাখাইলো কে?

ও আমার সাদা জামায় রঙ মাখাইলো কে?

আমি আদম বেশতো ছিলাম

আপন মনে ঘুরতে ছিলাম

হঠাৎ আমার সব কিছুতে

ভাগ বসাইলো কে?

আমার সাদা জামায় রঙ মাখাইলো কে?

আমি খুজিনা এই দুনিয়াদারী

যে করুক যত বাহাদুরি। -২

আমার অন্তরে তার আনন্দলোক

বার্তা পাঠায় সে।।

আমার সাদা জামায় রঙ মাখাইলো কে?

আমি নিজে নিজের ভুবন গড়ি

কারুর ধার না আমি ধারি।-২

আমার চরিত্র যে বুজতে পারে

আদর করে সে।

আমার সাদা জামায় রঙ মাখাইলো কে?

Lutfor Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ