menu-iconlogo
huatong
huatong
avatar

Sonar deho koira kala-(Mamun)

Mamun upload byhuatong
🌠❣️MAINUL❣️🅕🅞🅛🅚❣️🌠huatong
歌詞
レコーディング
সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে

লুকাইলা কোন বনে...?

---মিউজিক---

সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে

লুকাইলা কোন বনে?

আমি কেনবা পিরিত

কইরাছিলাম

না জাইনা তোর সনে রে

কেনবা পিরিত কইরাছিলাম

না জাইনা তোর সনে...।।

---মিউজিক---

মাইনুল ইসলাম মামুন

---মিউজিক---

আগে যদি জানতাম রে তোর

এমন আচরণ.....

আমি আড়াল থেকে দেখতাম তোরে

দিতাম না...এই মন।।

আগে যদি জানতাম রে তোর

এমন আচরণ,

আমি আড়াল থেকে দেখতাম তোরে

দিতাম না এই মন।

লোক নিন্দা সইবো কত

তুই বন্ধুর কারণে রে

তুই বন্ধুর কারণে...

আমি কেনবা পিরিত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে

কেনবা পিরিত কইরাছিলাম

না জাইনা তোর সনে...।।

---মিউজিক---

মাইনুল ইসলাম মামুন

---মিউজিক---

এক জীবনে বন্ধুয়া তোর

কয়জনার বসতি.....

ও তুই জাইনা শুইনা আমার এমন

করলি রে কেন ক্ষতি...

এক জীবনে বন্ধুয়া তোর

কয়জনার বসতি,

ও তুই জাইনা শুইনা আমার এমন

করলি রে কেন ক্ষতি?

সাধ মিটাইয়া দুঃখ দিলি

অতি যতন করে রে...

অতি যতন করে।

আমি কেনবা পিরিত কইরাছিলাম

না জাইনা তোর সনে রে,

কেনবা পিরিত কইরাছিলাম

না জাইনা...তোর সনে...।

সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে

লুকাইলা কোন বনে...?

---মিউজিক---

সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে

লুকাইলা কোন বনে?

আমি কেনবা পিরিত

কইরাছিলাম

না জাইনা তোর সনে রে

কেনবা পিরিত কইরাছিলাম

না জাইনা তোর সনে...।।

Mamun upload byの他の作品

総て見るlogo

あなたにおすすめ