menu-iconlogo
huatong
huatong
avatar

রঙ্গিলা বাঁশিতে RANGILA BASHITE HD

Nishita baruahuatong
ONGKUR🌱huatong
歌詞
レコーディング
গানঃ রঙ্গিলা বাঁশিতে

কণ্ঠঃ নিশিতা বড়ুয়া

মূল শিল্পীঃ লতা মঙ্গেশকর

কথাঃ পুলক ব্যানার্জী

সুরঃ ভুপেন হাজারিকা

রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?

ঘুম ঘুম, নিঝুম, রাতের মায়ায়

রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?

ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়

চোখ মেলে চাও মেয়ে গো

লাজ ভুলে যাও মেয়ে গো

চোখ মেলে চাও মেয়ে গো

লাজ ভুলে যাও মেয়ে গো

ডাকে ওই সুরের ভাষায়

ও ও ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?

ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়

রূপসী নদীর বধূয়ার হাওয়ায় দোলা মহুয়ার

মনে কে আগুন জ্বালায়?

ও ও ও রূপসী নদীর বধূয়ার হাওয়ায় দোলা মহুয়ার

মনে কে আগুন জ্বালায়?

ও ও ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?

ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়

সন্ধ্যাতারা ঐ জাগে, কৃষ্ণচূড়ার রঙ লাগে

মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়

ও ও ও সন্ধ্যাতারা ঐ জাগে, কৃষ্ণচূড়ার রঙ লাগে

মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়

হরিণীর মত পায়, বুনো মেয়ে ছুটে যায়

পিয়ালের আঙিনায় গুনগুন অলি গায়

চন্দনা কয় শিমুল শাখায়

ও চাঁদ, যা, শুনে যা, মায়াজাল যা, বুনে যা

ও চাঁদ, যা, শুনে যা, মায়াজাল যা, বুনে যা

আয় রে নেমে মেঘের ভেলায়

আয় রে নেমে মেঘের ভেলায়

বাসা বাঁধার স্বপনে চলছে কে গো আনমনে

গান গেয়ে নতুন আশায়?

ও ও ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে?

ঘুম ঘুম, নিঝুম, রাতের মায়ায়...

Nishita baruaの他の作品

総て見るlogo

あなたにおすすめ