menu-iconlogo
huatong
huatong
samadipta-mukherjee-purano-sei-diner-kotha-cover-image

Purano Sei Diner Kotha

Samadipta Mukherjeehuatong
mariagonzalezhuatong
歌詞
収録
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!

ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!

ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়

মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!

ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়

বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়

আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!

ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়

Samadipta Mukherjeeの他の作品

総て見るlogo

あなたにおすすめ