menu-iconlogo
huatong
huatong
avatar

Eka

Shironamhinhuatong
💂Póseidøn💂🥀🇧🇩huatong
歌詞
レコーディング
রাত্রি ক্লান্ত, জীর্ণশীর্ণ, আধো চাঁদের আলো

পিচ ঢালা পথ কখনও ধূসর, কখনওবা কালো

রাত্রি ক্লান্ত, জীর্ণশীর্ণ, আধো চাঁদের আলো

পিচ ঢালা পথ কখনও ধূসর, কখনওবা কালো

সারাটা পথ জুড়ে আমি একা

হেঁটে যাই আকাশ তারার পানে চেয়ে

নীল জোছনার স্মৃতির ভীড়ে

হারিয়ে যায় মন আঁধারে

আঁধার রাতে নেমে আসে শিশিরের ছায়া

নিভে গেছে দূর কোনো স্মৃতির মায়া

আঁধার রাতে নেমে আসে শিশিরের ছায়া

নিভে গেছে দূর কোনো স্মৃতির মায়া

নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই

তবু এক দীপ্তি রয়ে গেছে

সারাটা পথ জুড়ে আমি একা

হেঁটে যাই আকাশ তারার পানে চেয়ে

নীল জোছনার স্মৃতির ভীড়ে

হারিয়ে যায় মন আঁধারে

যত দূরে যেতে চাই ওই নিলীমার পথে

আরও দূরে সরে যাই রাতের আকাশে

যত দূরে যেতে চাই ওই নিলীমার পথে

আরও দূরে সরে যাই রাতের আকাশে

চুপচাপ শহরে নিঃশ্বাস ফেলে আসি

এই নিরব বাতাসে

সারাটা পথ জুড়ে আমি একা

হেঁটে যাই আকাশ তারার পানে চেয়ে

নীল জোছনার স্মৃতির ভীড়ে

হারিয়ে যায় মন আঁধারে

Shironamhinの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Eka by Shironamhin - 歌詞&カバー