নাচে মনের ও ময়ূর
পরে প্রেমেরও নুপুর
আমি হয়েছি সাগর
পেলো সবাই খবর
দিন দেবার নেবার এতে দোষ কি আমার
দিন দেবার নেবার এতে দোষ কি আমার
==============
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
ও জলে ও জলে ও জলে
তন মন যেন জলে আগুন লেগে যায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
ও জলে ও জলে ও জলে
তন মন যেন জলে আগুন লেগে যায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
-=আপলোড বাই মজিবুর=-
লোকে পাঠায় কেন ফুল
আমি পাইনা ভেবে কুল
কেউ বলে আমার মন কন্যা করো না কবুল
===============
না হয় যায় বদনাম, না করে বসি ভুল
নেই ভরসা নিজেকেও আজকে দুনিয়ায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
ও জলে ও জলে ও জলে
তন মন যেন জলে আগুন লেগে যায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
-=আপলোড বাই মজিবুর=-
এসে জড়িয়ে ধরে রাত
স্বপ্ন বুকে রাখে হাত
কি হবে সেও জানে না যে লিখেছে বরাত
=============
একা জাগছি বাসর, আজ ছায়া নেই সাধ
কপালে কার কি লিখা তাকে বলা যায
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
ও জলে ও জলে ও জলে
তন মন যেন জলে আগুন লেগে যায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
ও জলে ও জলে ও জলে
তন মন যেন জলে আগুন লেগে যায়
সবার মুখে শুনি যৌবন ধরেছে আমায়
====ধন্যবাদ====