menu-iconlogo
logo

রাধা এখনো কেঁদে যায়/Radha Ekhono Kende Jaye

logo
가사
Song: রাধা এখনো কেঁদে যায় শ্যাম আসেনা

Singer: অনুরাধা পাডোয়াল

lLyrics: pulok bondhopaddhay

Copyright: T-Series

? Orient Singer Site ?

============================

রাধা এখনো কেঁদে যায়.. শ্যাম আসেনা হায়...

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা

নগরী ভাসে যমুনায়... নগরী ভাসে যমুনায়

শ্যাম আসেনা, আ...আ...আ...আ...আ...

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা

পাখিরা আর গান গায় না, ফুলেরা গন্ধ ছরায় না

পাখিরা আর গান গায় না, ফুলেরা গন্ধ ছরায় না

আশায় আশায় হায়, রাধা শুধু কেঁদে যায়

শ্যাম তো আর আসেনা ...

শ্যাম আসেনা, আ...আ...আ...আ...আ...

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা

সূর্য ডোবে যখন গোধূলি লগনে

রাধা জ্বলে তখন বিরহের আগুনে

সূর্য ডোবে যখন গোধূলি লগনে

রাধা জ্বলে তখন বিরহের আগুনে

মধুমাস এসে চলে যায় যে, ফুলমালা ধুলায় লুটায় যে

মধুমাস এসে চলে যায় যে, ফুলমালা ধুলায় লুটায় যে

আশায় আশায় হায়, রাধা শুধু কেঁদে যায়

শ্যাম তো আর আসেনা ...

শ্যাম তো আর আসেনা ...

শ্যাম আসেনা, আ...আ...আ...আ...আ...

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা হায়...

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা

নগরী ভাসে যমুনায়... নগরী ভাসে যমুনায়

শ্যাম আসেনা, আ...আ...আ...আ...আ...

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা হায়..

রাধা এখনো কেঁদে যায়... শ্যাম আসেনা

রাধা এখনো কেঁদে যায়/Radha Ekhono Kende Jaye - অনুরাধা পাডোয়াল - 가사 & 커버