ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
যতোই দূরে, থাকো তুমি
আমি তোমার কাছেই রবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
-==আপলোড বাই মজিবুর==-
ও..দুটি চোখে যদি,নদী বয়ে যায়
এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়
==============
দুটি চোখে যদি নদী বয়ে যায়
এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়
তবু এই হৃদয়ের শিশ মহলে
তোমাকেই যতনে আমি রাখবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
-==আপলোড বাই মজিবুর==-
ও...জানি ওগো তুমি, বুঝেছো যে ভূল
আমি দেই সেই, ভূলের মাশুল
=============
জানি ওগো তুমি বুঝেছো যে ভূল
আমি দেই সেই ভূলের মাশুল
তুমি ফিরে এসো ভুল ভাংলে
তোমারই আশাতে আমি থাকবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
যতই দূরে থাকো তুমি
আমি তোমার কাছে রবো
ভালোবাসো আর নাইবা বাসো
আমি তোমায় ভালোবেসে যাবো
আমি তোমায় ভালোবেসে যাবো
====ধন্যবাদ====