হুম..বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
দিন চলে গেল
রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো আলো--
বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
দিন চলে গেল
রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো আলো
-==চয়েজ বাই রনিশা==-
হুম হুম হুম, লা লা
লা লা লা লা লা
হে হে হে, আ হা হা হা
জীবন তো বিবাগীর বাঁশি
সময় তো পথিক পরদেশী
এ রোগের কোনো নাম তো নেই
বেদনার কোনো যে দাম তো নেই
আমারই ভুলে মন ভেঙ্গে যে গেছে
অপরকে কেন দোষ দেবো মিছে
বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
-==আপলোড বাই মজিবুর==-
জেগে নেই আমি, এ কথা তো জানি
বহু রাত চোখে ঘুম নেই কো, জানি
নেশা-নেশা, ধোঁয়া-ধোঁয়া পথে
আছি আমি শুধু আমার সাথে--
আমার শেষ যে আমি
দেখে এসেছি তো
তাতে জীবনেরই নাম
লিখে এসেছি তো
বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো--
-==আপলোড বাই মজিবুর==-
কাঁচের মতো মন ভেঙ্গে গেল
ঝড়ের হাত ধরে বৃষ্টি এলো
সে আমার কখনো ছিলো না তো
সে কথা আজ জানা গেল
ভেঙ্গে যাওয়া স্বর্গের
খোঁজ পাওয়া গেল
কার দোষে সে তো
আজ জানা গেল
বলো কি যে হলো
কেন এমন হলো
কি হবে তা জেনে
যা হবার তা হলো
দিন চলে গেল
রাত বলে যে গেল
জীবনের ঘরে জ্বেলে রাখো আলো
====ধন্যবাদ====