ছেলেঃ হে হে হে হে হে হে হে হে
ও হো হো হো হো হো হো হো
আ হা হা, হা হা হা হা---
==============
আমি বলি না বলি মন যা ভাবে
যেন মুখ সে কথা বলবেই
ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে
এ নয়ন ঝুকলে বুঝবে সবাই
যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
মেয়েঃ লা লা লা লা,
লা লা লা আ লা
লা লা লালা লালা লা--
আমি বলি না বলি মন যা ভাবে
যেন মুখ সে কথা বলবেই
ক্ষতি কিছু হয় না কি হ্যা বা নাতে
এ নয়ন ঝুকলে বুঝবে সবাই
যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
-=আপলোড বাই মজিবুর=-
ছেলেঃ আগে নয়ন মেলে তারপরে মন
সব মিলেমিশে হয় একাকার
মেয়েঃ লোকে যেন কলঙ্ক না বলে
সেই ভেবে লাগে ভয় আমার
ছেলেঃ যে যা বলুক এ তো ভালোবাসার
কলি ফুল হয়ে তো ফুটবেই
মেয়েঃ ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে
এ নয়ন ঝুকলে বুঝবে সবাই
ছেলেঃ যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
মেয়েঃ আমি বলি না বলি মন যা ভাবে
যেন মুখ সে কথা বলবেই
ছেলেঃ ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে
এ নয়ন ঝুকলে বুঝবে সবাই
মেয়েঃ যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
-=আপলোড বাই মজিবুর=-
এ তো মন কোন মৌসুম নয়
যেন বার বার তার রং সে বদলাবে
ছেলেঃ প্রেম কোন কাটা তো নয় যেন
বিঁধে গেলে তো বার করা যাবে
মেয়েঃ যতদিন প্রাণ বাসা না ভাঙ্গে
এ ভালোবাসা তো তাতে থাকবেই
ছেলেঃ ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে
এ নয়ন ঝুকলে বুঝবে সবাই
মেয়েঃ যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
ছেলেঃ আমি বলি না বলি মন যা ভাবে
যেন মুখ সে কথা বলবেই
মেয়েঃ ক্ষতি কিছু হয় না কি হ্যা বা নাতে
এ নয়ন ঝুকলে বুঝবে সবাই
ছেলেঃ যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
মেয়েঃ যায়না লুকানো ভালোবাসা এর
নীরবতা তো কথা বলবেই
====ধন্যবাদ====